বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে রুপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ হতে যাচাই-বাছাই শেষে সাধারণ সদস্য পদে ২১ ও সংরক্ষিত সদস্য পদে ৬ সহ মোট ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা । এবং ঋণ খেলাপি ও সঠিক তথ্য প্রদান না করায় বাদ পড়েছে সাধারণ ৩ এবং সংরক্ষিন ১ সহ মোট ৪ জন প্রার্থী ।
শনিবার দুপুরে বারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা পরিষদ নির্বাচন রিটার্ণিং অফিসার মো. রাব্বী মিয়া এবং জেলা নির্বাচন অফিসার তারিফুজজামান ও সহকারী রিটার্ণিং অফিসার আফরোজা খাতুন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন ।
মনোনয়ন পত্র বৈধ প্রার্থীরা হল, সংরক্ষিত ৩ নং ওয়ার্ড খালেদা আকতার, এড নুর জাহান, কোহিনূর ইসলাম, সাধারণ ওয়ার্ড নং ৭ নেকবর হোসেন নাহিদ, মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম নান্নু , ৮ নং ওয়ার্ড আবু নাঈম, দেলোয়ার হোসেন, ফারুক হোসেন, ৯ নং ওয়ার্ড আব্দুন নুর ভূঁইয়া, শামসুল ইসলাম ভূঁইয়া, আবদুল মান্নান, নুরে আলম খান, মো. সাইদুর রহমান ১০ নং ওয়ার্ড খোরশেদ আলম ১১ নং ওয়ার্ড মাহবুবুর রহমান রোমান ১২ নং ওয়ার্ড সিরাজুল ইসলাম ভূঁইয়া, সংরক্ষিত ৫ নং ওয়ার্ড কোলসুম বেগম, সৈয়দা বিলকিস খানুন , সীমা রানী পাল , ১৩ নং ওয়ার্ড মতিউর রহমান, মোস্তাফিজুর রহমান, ১৪ নং ওয়ার্ড মো. মিজানুর রহমান মিজান, তোফায়েল হাসেম মোল্লা, ১৫ নং ওয়ার্ড কামরুল হাসান, মো. ফারুক মিয়া ।
উল্লেখ্য নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ৪, ৫ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১২ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও আগামী ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ।