বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৩ জন প্যানেল চেয়ারম্যানের নাম ঘোষনা করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভা শেষে প্যানেল চেয়ারম্যানদের নাম ঘোষনা করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল সকল সদস্যের সম্মতিক্রমে প্যানেল চেয়ারম্যান- ০১ পদে মুজিবুর রহমান, প্যানেল চেয়ারম্যান- ০২ পদে মিয়া আলাউদ্দীন এবং প্যানেল চেয়ারম্যান- ০৩ পদে সাদিয়া আফরীনের নাম ঘোষনা করেন।
এদিকে, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়া ৩ সদস্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমানসহ জেলা পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে তার নেতৃত্বে আগামীতে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এমপি শামীম ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জের উন্নয়নে নিজেদের বিলিয়ে দেয়ার প্রতিশ্রুতিও ব্যাক্ত করেন নির্বাচিত ৩ প্যানেল চেয়ারম্যান।