বিজয় বার্তা ২৪ ডেস্ক
নারায়ণগঞ্জ জেলা ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) এর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত। শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭০ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। সর্বমোট ১১টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন আদিবা রশিদ এবং সাধারণ সম্পাদক পদে ৪১ পেয়ে অন্তু নির্বাচিত হন।
নির্বাচন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন, জেলা মহিলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা আকসির, বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সভাপতি রিনা আহম্মেদ, নারায়ণগঞ্জ কলেজের অধ্যাপিকা রাশিদা আক্তার ও নারায়ণগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজ। এসময় আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ’র অস্থায়ী কমিটির সভাপতি আহসানুল অনন্ত, সহ-সভাপতি মাহামুদা ইয়াসমিন মহিমা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান সাজু।
নির্বাচন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আজ এই শিশুদের নির্বাচন আমার কাছে অনেক ভালো লাগলো। এখানে উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। তাই আমি আজ থেকে এই কমিটির একজন সদস্য হয়ে, শিশুদের প্রতি কাজ করবো।
সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি তোমরা আমার সাথে এগিয়ে আসো, তাহলে তোমাদের নিয়ে শিশুদের জন্য আমি কিছু করতে চাই। এই সংগঠনের প্রয়োজনে আমি সর্বাত্মক ভাবে সব ধরনের সহযোগীতা করতে প্রস্তুত। নব-নির্বাচিত কমিটির কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনার জন্য শুভ কামনা জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী ও এনসিটিএফ’র সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান সাজু।
নির্বাচনে যারা জয়ী হয়েছেন, সহ-সভাপতি হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিমা, সাংগঠনিক সম্পাদক শারমিন, শিশু সাংবাদিক অথৈ, শিশু সাংবাদিক মোস্তফা, শিশু গবেষক আফিয়া, শিশু গবেষক ফুয়াদ, চাইল্ড পার্লামেন্টে নিলীমা, চাইল্ড পার্লামেন্টে তুর্য।