বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। গতকাল রাতে আইন শৃঙ্খলা বাহিনী মশিউর রনিকে গ্রেফতার করে।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষে আহবায়ক এডভোকেট তৈমুর আলম খন্দকার ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে কোনো কারন ছাড়াই গ্রেফতার করেছে প্রশাসন। আমাদের জানামতে রনি তার প্রতিটি রাজনৈতিক মামলায় জামিনে রয়েছেন, এবং তিনি নতুন কোনো রাজনৈতিক মামলার আসামিও হয় নাই, এই অবস্থায় একজন ছাত্রনেতাকে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা উঠিয়ে নিয়ে এসেছে সম্পূর্ণ সরকাররের ইশারায়। তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই গ্রেফতারের ঘটনা তৈরি করা হয়েছে। এই ফ্যাসিবাদের সরকারের প্রতিহিংসার রোষানল থেকে দেশের কোনো নাগরিকই আজ নিরাপদ নয়। ভিন্নমতের মানুষকে নির্যাতন ও হয়রানি করার জন্য তারা প্রশাসন যন্ত্রকে প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছে। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি ছাত্রনেতা রনির গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবী করছি।