বিজয় বার্তা ২৪ ডট কম
অসুস্থ হয়ে রাসেল মিয়া (৩৫) নামে নারায়ণগঞ্জ জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ১০ টায় অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টায় তার মৃত্যু হয়। আইনগত পক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
জেল সুপার আরও বলেন, নিহত রাসেল মিয়া ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে। গত দুই দিন আগে ফতুল্লা থানার একটি মাদক মামলায় রাসেলকে আদালত কারাগারে প্রেরণ করেন।