বিজয় বার্তা ২৪ ডট কম
দীর্ঘ ১৪ বছর পর ৯ অক্টোবর রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি পদে জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই ও জেলা যুবলীগের সা. সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে সা. সম্পাদক হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এ খুশির কার্যক্রমের অংশীদার হবার জন্য মদনপুর ইউনিয়ন আ’লীগের পক্ষ থেকে সোমবার ফুল দিয়ে জেলা আ’লীগের নতুন সভাপতি আবদুল হাই ও সা. সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে শুভেচ্ছা জানিয়েছেন মদনপুর ইউনিয়ন আ’লীগ (সাবেক ১নং) ওয়ার্ডের সা. সম্পাদক ফারুক আহম্মেদ। এ সময় ফারুক আহম্মেদের সাথে উক্ত ইউনিয়ন আ’লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফুল দেয়ার প্রাক্কালে ফারুক আহম্মেদ জেলা আ’লীগের নতুন সভাপতি আব্দুল হাইকে অভিনন্দন জানানোর পাশপাশি মদনপুর ইউনিয়ন আ’লীগ তার নেতৃত্বে সংগঠিত হয়ে শক্তিশালী ভাবে আগামী দিনের কার্যক্রম চালাতে চায় বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সাংগঠনিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে মদনপুর ইউনিয়ন আ’লীগকে সাংগঠিত করার জন্য জেলা আ’লীগের নতুন সভাপতি’র সময় ও সহায়তা কামনা করেন।