বিজয বার্তা ২৪ ডট কম
জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মার্চ) সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায়, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, শহরে যানজট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ আলহাজ্ব একেএম সেলিম ওসমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দিন হায়দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব, কাচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সমাজ সেবক লায়ন মোজাম্মেল সহ আরো অনেকে।