বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়গঞ্জ জেলা পুলিশ প্রশাসনের মাসিক কল্যান সভায় শ্রেষ্ঠ ওসি’র পদক লাভ করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন। একই সভায় এস.আই কাজী এনামুল হক এবং এ,এস,আই কামরুল হাসান ধারাবাহিক ভাবে স্ব-স্ব পদে শ্রেষ্ঠত্বের পদক লাভ করেন।
সোমবার ( ৩০ জানুয়ারী) বেলা ১২ টার দিকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনন্সে অনুষ্ঠিত পুলিশ প্রশাসনের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মো: মঈনুল হকের কাছ থেকে এই সম্মাননা পদক গ্রহণ করা হয়।
এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণসহ সাতটি থানার সার্কেল এ.এস.পি ও ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দরা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহনের পর থেকেই সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন। মাদক ও সন্ত্রাসী সহ সকল অপরাধ অপরাধীদের বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ নিয়েছেন তিনি। ফলে এই সম্মাননায় ভূষিত হলেন ওসি কামাল উদ্দিন। এর আগেও ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে সম্মাননা পদকে ভূষিত হয়েছেন তিনি।
২০১৫ সালের ১৫ই মার্চ যোগদানের পর থেকে ফতুল্লা মডেল থানার অগোছানো থানাটি সুন্দর পরিপাটি ও আইন-শৃঙ্খলা উন্নতি রাখতে সক্ষম হয়েছেন। তিনি থানার আইন শৃঙ্খলার পাশাপাশি বাহিরের পরিপাঠি ও মনোরম পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। যা জেলার অন্যান্য থানার চাইতে ফতুল্লা মডেল থানাটি মডেলিং ভাবে আলোক সজ্জায় সজ্জিত করে রেখেছেন। যেন রাত্রে লাল নীল পরীর বিশ্রামাগারে এসেছি। এমনটাই দেখা যায় ফতুল্লা থানায় আসলে। এর পুরোটাই সফলতা ওসি কামাল উদ্দিনের।
অন্যদিকে কর্ম-দক্ষতার কারণে এর আগেও একাধিক বার এস.আই কাজী এনামুল হক ও এ,এস,আই কামরুল হাসান জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছিলেন। কার্য জীবনের সফলতার ফলে আইজি পদকের মত মহতী পদকেও ভুষিত হয়েছিলেন ফতুল্লা মডেল থানার এ.এস.আই কামরুল হাসান। এছাড়াও ঢাকা রেঞ্জের মধ্যে তিন তিনবার শ্রেষ্ঠ এ.এস.আই নির্বাচিত হওয়ার মত গৌরবও রয়েছে কামরুল ইসলামের সফলতার ঝুড়িতে।