নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র কাছ থেকে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মামনা পুরস্কার লাভ করেছে ঐতিহ্যবাহী কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়। সদ্য অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জুনিয়র গ্রুপের প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ জাাকারিয়া ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় ওই সম্মামনা প্রদান করা হয়। বিদ্যালয়ে পক্ষে বিরল ওই সম্মামনা পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের প্রধাণ শিক্ষক মোঃ শহীদুল ইসলাম মজুমদার। প্রযুক্তিগত শিক্ষায় অসাধারণ কৃতিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করায় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মাহাবুব খান এবং অন্যান্য সদস্য ও সর্বস্তরের অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম মজুমদারসহ সকল শিক্ষকবৃন্দকে অভিনন্দন জানান।