বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
বুধবার বেলা সাড়ে ১২ টায় ফতুল্লা থানাধীন বিভিন্ন হাট পরিদর্শন করেন তিনি।
ফতুল্লা বাজার পশুর পাট পরিদর্শনের সময় হাটের ইজারাদার সভাপতি মীর সোহেল ও “আলীগঞ্জ কোরবানী পশুর হাটের” ইজাদার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরও উপস্থিত ছিলেন। উক্ত সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ওসি ফতুল্লা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বিভিন্ন কোরবানী পশুর দাম শুনেন। হাটের লোকদের সাথে কথা বলেন। নিরাপত্তা বিষয়ে ওসি ফতুল্লাকে দিক নির্দেশনা দেন।