বিজয় বার্তা ২৪ ডট কম
জেড এন্ড টি ইন্ডিয়ান থাই এন্ড কন্টিনেন্টাল রেস্টুরেন্টে বিদেশী বায়ারদের সাথে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। বিদেশী এসব বায়ারা জেড এন্ড টি ইন্ডিয়ান থাই এন্ড কন্টিনেন্টাল রেস্টুরেন্টে ভারতীয় ও থাই ফুডের বেশ কয়েক রকমের খাবার খেয়ে মুগ্ধ হয়েছেন। সেই সাথে রেস্টুরেন্টটির পরিবেশ ও সার্ভিসেও তারা প্রচন্ড রকমের খুশি হয়েছেন।
ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রুটের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত নাসিম ওসমান মেমোরিয়াল পার্কের ভেতরে গড়ে উঠা রেস্টুরেন্টটিতে মঙ্গলবার দুপুরে সেলিম ওসমান তাদেরকে নিয়ে দুপুরের খাবার খান।
এ সময় সেলিম ওসমান বলেন, আগে বিদেশী বায়াররা আসলে তাদের নিয়ে খাওয়া-দাওয়ার করার মত একমাত্র নারায়ণগঞ্জ ক্লাব ছাড়া অন্য কোন রেস্টুরেন্ট ছিল না। কিন্তুজেড এন্ড টি ইন্ডিয়ান থাই এন্ড কন্টিনেন্টাল রেস্টুরেন্টটি হওয়ায় আমাদের বেশ সুবিধা হয়েছে। এছাড়া রেস্টুরেন্টটিতে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা সহ মনোরম পরিবেশ রয়েছে। প্রতিষ্ঠানটির মালিকের সাথে আমার কথা হয়েছে নারায়ণগঞ্জে বিকেএমইএ অর্ন্তভুক্ত নীট গার্মেন্টস গুলোতে যে সকল বিদেশী বায়াররা আসেন তাদের ক্ষেত্রে যেন বিশেষ ছাড় প্রদান করা হয়। রেস্টুরেন্টটির মালিক আমার এ প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছেন।