বিজয় বার্তা ২৪ ডট কম
রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে আটক করা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুনানি শেষে শুক্রবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী রিমান্ডের আদেশ দেন।
জেএমবির ওই পাঁচ সদস্য হলেন- আতিকুর রহমান ওরফে আইটি আতিক, আব্দুল করিম বুলবুল, মো. আবুল কালাম আজাদ, মতিউর রহমান ও শাহিনুর রহমান হিমেল।
শুক্রবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার উপ-পরিদর্শক আব্দুল আলীম আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে রাজধানীর দারুস সালাম থানার টেকনিক্যাল মোড় থেকে এই পাঁচজনকে আটক করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আটককৃতদের কাছ থেকে বোমা তৈরির কাঁচামাল ও ৭৮৫ গ্রাম বিস্ফোরক সহায়ক তেল উদ্ধার করা হয়েছে। তারা আত্মঘাতী হামলা চালানোর জন্য ঢাকায় এসেছিল বলে পুলিশের দাবি।