৯ জুলাই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে, দু’টি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলবেন তারা।
ওয়ানডে তিনটি যথাক্রমে জুলাইয়ের ১৪, ১৬ ও ১৯ তারিখে অনুষ্ঠিত হবে।
ম্যাচগুলো নারায়ণগঞ্জ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবির আলোচনায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার পাকিস্তান টুডে’তে প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় পাকিস্তান সিরিজের কোনো ম্যাচ হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে না। এ কারণেই মিরপুরের বাইরের ভেন্যু বাছাই করে নিতে হলো।
সম্ভাব্য ভেন্যুর তালিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামটিও রাখা রয়েছে।