স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাস মান্নান এবং নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যাকান্ডকেও বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া।
বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি হেড কোয়াটার্সে ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ৩টি পিকআপ হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মোঃ আছাদুজ্জামান মিয়া বলেন, এ হত্যাকান্ডে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে ব্যাপারে মন্তব্য করার সময় এখনো হয়নি। আমরা কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছি না। আমরা তদন্তের পর্যায়ে রয়েছি। আর ২-৪ দিন গেলেই এ ব্যাপারে আমরা সীদ্ধান্তে আসতে পারবো। তবে কাউকেই সন্দেহের ঊর্ধ্বে রাখছি না। সকল ডাইমেনশন মাথায় রেখেই আমরা আমাদের তদন্ত চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ এটি বিচ্ছিন্ন ঘটনা।
ডিএমপি কমিশনার বলেন, খুনিদের শনাক্ত করতে এবং এ হত্যাকান্ড কারা করেছে সেটা বের করতে আমাদের চৌকস তদন্ত দল কাজ করছে। সব সংস্থাই যৌথভাবে কাজ করছে। সরকার এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করে যাচ্ছে।