বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ২১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খোরশেদ আলম শুক্রবার জুম্মার দিনও তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। দিনের সকাল ৯টা থেকেই তিনি বিভিন্ন ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থণায় নেমে পড়েন। প্রথমে তার নিজ গ্রাম রূপালী আবাসিক এলাকা হতে শুরু করেন। পরে পর্যায়ক্রমে তিনি ছালেহনগর,বাড়ইপাড়া,বাংলাদেশপাড়া,খালপাড়সহ ওয়ার্ডের বিভিন্ন এরাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে অংশ নেন,বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা,স্বপন ভান্ডারী,শোভা ভান্ডারী,মোঃ মুজাফ্ফর মিয়া,মোঃ শুক্কুর মিয়া,মোঃ সাঈদ মিয়া,বয়াতী ফারুক সরকার,মোঃ মেরাজ মিয়া,মোঃ রবিন মিয়া,মোঃ রিয়াদ,মোঃ সানি,মোঃ রফিক,মোঃ সামসুলহুদা,মোঃ হাসান,মোঃ শামীম,মোঃ শফি মিয়া,মোঃ জসিম প্রমুখ।