বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে মাসদাইর বাজার জামে মসজিদে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রশিদুর রহমান রশুর পক্ষে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা শেখ মাগফুর ইসলাম পাপন, কাউসার রায়হান খান, শরিফুল ইসলাম শাফিন, মহসিন হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা সাগর, সদর থানা ছাত্রদল নেতা মো. ফয়সাল, বন্দর থানা ছাত্রদল নেতা মাসুদুর রহমান, ফারুক হোসেন, তোলারাম কলেজ শাখা ছাত্রদল নেতা সাইদুর রহমান, এইএচ সৌরভ, নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদল নেতা রানা, আরিফ, আইন কলেজ মাখা ছাত্রদল নেতা আহমেদুল হোসাইন প্রমুখ।
দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের আত্মার শান্তি ও দেশ এবং জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে সকালে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রশিদুর রহমান রশু নিজ খরচে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২ ছাত্রীকে কলেজে ভর্তি করান।