নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম বলেছেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীতার স্থপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। জিয়ার জন্ম না হলে এদেশের গণতন্ত্র রক্ষা হতোনা। সোমবার ৩০ মে সকাল ১০টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা সুলতান আহাম্মদ ভূইয়ার উদ্যাগে আয়োজিত দোয়াপূর্বক আলোচনাকালে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যাডভোকেট আবুল কালাম আরে বলেন,ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক,ধানের শীষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক। কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাকেই দেয়া হোকনা কেন সবাইকে ব্যাক্তি নয় মার্কা দেখে ভোট দিতে হবে। শহীদ জিয়ার আদর্শ বজায় রাখার স্বার্থে বিএনপি দলীয় প্রত্যেকেই উচিত ধানের শীষে সীল মারার। পরে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি কর হয়। উদ্যোক্তা সুলতান আহাম্মদ ছাড়াও এ্যাডভোকেট আবুল কালামের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পনির ভূইয়া,মহিউদ্দিন সাউদ,মাহাবুব হোসেন,মোঃ ইমরান মোঃ সাগর মোঃ আয়নাল হক মোঃ রুহুল আমিন মোঃ পিয়ার আলী প্রমুখ।।