স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন নিয়ে বিএনপি সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসরাম আলমগীর।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে শেরে বাংলা নগর অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।
মির্জা আলমগীর বলেন, বিএনপির নিন্দুকেরা বলছেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে সড়ে গেছে। আসলে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ নিয়েই চলছে। এবং তার আদর্শকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্যই তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। কিন্তু ভোটাবিহীন সরকারের ষড়যন্ত্র সফল হবে না। বিএনপি জনগণের দল । জনগণকে সাথে নিয়ে বিএনপি সফল হবেই।
বিএনপির এই নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহামন ৭১ সালে মহান স্বাধীনতার ঘোষনা দিয়ে সমগ্র জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন। তার ডাকে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছিল। ৭৫ পরবর্তী সময়ে সকলকে সাথে নিয়ে হারানো গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসূফ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ডা. জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর যুবদল উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গির, প্রমুখ।