বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, জিয়াউর রহমানই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী। জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতার জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহ পরিবারে হত্যা করে তাই জিয়াউর রহমান হল বঙ্গবন্ধুর হত্যাকারী।
বৃহস্পতিবার দুপুর ২টায় খাঁনপুর বিজয় ইস্তম এর সামনে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ এর উদ্যোগে পনের আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ মাহ্ফিল ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বাঙ্গালী জাতি আজ স্মরন করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহ পরিবারে হত্যা করে ঘাতকেরা। সেই হত্যাকাণ্ডের মূল হোতা ছিল খন্দকার মোস্তাক। খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে পাকিস্তানীদের সাথে নিয়ে দেশ চালানোর পরিকল্পনা করে। জিয়াউর রহমান সেনা বিপ্লবের মাধমে ক্ষমতায় আসে। জিয়াউর রহমান ইচ্ছে করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার করতে পারতেন কিন্ত তিনি তা না করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে চাকুরীর ব্যবস্থা করেন এবং ঘাতকদের দেশ থেকে পালানোর সহযোগিতায় করে ।
বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইরফান উদ্দিন ইপু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জুলহাস প্রধান এর সঞ্চলনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা, প্রধান বক্তা হিসেবে ছিলেন, বাংলাদেশ তাতীলীগ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এনাজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জহির উদ্দিন মবু , মহাসচিব ড. সরকার আবুল কালাম আজাদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াছিন মিয়া, মহানগর শ্রমিক লীগের সহ সভাপতি আলমগীর হোসেন বকুল, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ১১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন টুলু , সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম খান, সাবেক কাউন্সিলর শফি উদ্দিন প্রধান, সম্মানিত অতিথি ছিলেন, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু সৈনিক লীগ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মো. শাহ জামাল, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সোনারগাঁ এর সভাপতি শেখ মেহেদী হাসান, ফতুলা থানার আহবায়ক শুভাস চন্দ্র সাহা, সারবিক তত্ত্ববোধনে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক খোন্দকার সাইফুল ইসলাম রুবেল ।
এ সময়ে আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকলের রুহুর মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত পরিবেশন করা হয় এবং গরীব ও দুঃস্থ শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয় ।