বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২’শ ৫ পিছ ইয়াবাসহ কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল ওরফে মিনু রাসেলকে গ্রেফতার করা হয়েছে।
৩১ মার্চ রবিবার দিবাগত রাত দেড়টায় শহরের জিমখানা এলাকা থেকে ফতুল্লা মডেল থানার এসআই কামরুল হাসানের নেতৃত্বে তাকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানা সার্কেল এএসপি শরফুউদ্দিন আহমেদ বিজয় বার্তা ২৪ ডট কম কে জানান, পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে রবিবার দিবাগত রাতে মিনু রাসেলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২’শ ৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মিনু রাসেল দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো। এলাকাবাসী তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ করেন। বর্তমানে ফতুল্লা থানা পুলিশ মাদক নির্মূল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।