বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) মনোনীত মেয়র প্রার্থী মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ গতকাল শুক্রবার বিকেল ৪টায় নগরীর ১/২৬ ডিআইটিস্থ দলীয় কার্যালয়ে আসা বিভিন্ন থানা,ওয়ার্ড ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন।উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,মহানগর জাসদের সাধারন সম্পাদক মো:শাহজাহান,সিদ্ধিরগঞ্জ থানা জাসদের সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা এস এম মাসুদ রানা, জেলা জাসদের মহিলা বিষয়ক সম্পাদক সখিনা বেগম,মহানগর জাসদের সহ-সভাপতি মনিরুল আলম,পরিবেশ বিষয়ক সম্পাদক অপূর্ব ইসলাম জসিম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো:আল আমিন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুন দাস,বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কমিটি’র সাধারন সম্পাদক জয়নাল আবেদীনসহ বিভিন্ন এলাকা থেকে আগত গণ্যমান্য ব্যাক্তিবর্গ। মতবিনিময় সভায় নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।