নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মরহুম হাজ্বী জালাল উডিদ্দন আহমেদ ৭৬ বৎসর বয়সে ১৯৮৭ইং সনের ফেব্রুয়ারী তারিখে মৃত্যুবরন করেন। আদ্য ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে প্রতি বৎসরের ন্যায় সারাদিনব্যাপী গৃহিত কর্মসূচীর অংশ হিসেবে নবীগঞ্জ কবরস্থানে ফজরবাদ পবিত্র কোরআনখানি, বাদ জোহর মসজিদ সমূহে দোয়া মাহফিল ও বিকালে বাদ আছর মরহুমের কদমরসূলস্থ পারিবারিক বাসস্থানে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের পুত্রদ্বয় এড. আবুল কালাম (সাবেক এমপি, না’গঞ্জ-৫) ও আলহাজ্ব আবুল হাছান মরহুমের সভান্যুধ্যায়ী সকলকে উক্ত অনুষ্ঠান সমূহে অংশগ্রহনের জন্য সবিনয়ে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য যে, মরহুম হাজ্বী জালাল উদ্দিন আহমেদ সমাজে একজন অকুতোভয়, স্পষ্টভাষী, কর্মনিষ্ঠ ও ব্যক্তিত্বসম্পন্ন সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নারায়ণগঞ্জ শহর কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন এবং বিএনপি’র প্রার্থী হিসেবে মহান জাতীয় সংসদেও নারায়ণগঞ্জ-৫ আসন হতে ১৯৭৯ইং সনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ পৌরসভার কমিশনার ও ভাইস-চেয়াম্যান ছিলেন।তিনি একজন শিক্ষনুরাগী হিসেবে বর্তমান নারায়ণগঞ্জ বিশ্যবিদ্যালয় কলেজ, শহরস্থ গনবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, কদমরসুলস্থ হাজ্বী সিরাজউদ্দিন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং মাদ্রাসা সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ অবদান রেখে গিয়েছেন। তিনি নারায়ণগঞ্জ ২শ’ শয্যা হাসপাতাল (বর্তমানে ৩শ’ শয্যা) স্থাপনের একজন সংগঠক এবং তৎকালীন নারায়ণগঞ্জ শহর উন্নয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন।