বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুট, সুতা ও অয়েষ্টেজ কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে কর্তৃপক্ষ দাবী করেছে। গত শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় নাসিক ৯নং ওয়ার্ডের জালকুড়ি কড়ইতলা বাস ষ্ট্যান্ড এলাকায় এ অগ্নি কান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাত ৪টায় হাজীগঞ্জ ও মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে এ অগ্নি কান্ডের সূত্রপাত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কড়ইতলা বাস ষ্ট্যান্ড এলাকায় মেসার্স শাওন এন্টারপ্রাইজের মালিক মো: মোহন ভুঁইয়া, ফজলে রাব্বী ট্রেডার্সের মালিক মো: আক্তার ভুঁইয়া এবং মো: খোকা মিয়া পৃথক ৩টি গোডাইনের মাধ্যমে অয়েষ্টে সুতা, কাপড় ও গার্মেন্টস ঝুটের ব্যবসা করে আসছিল। গত রাতে হঠাৎ গুডাউনে আগুন দেখে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভালেও সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোহন, আক্তার ও খোকা জানায়, এ অগ্নি কান্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।