বিজয় বার্তা ২৪ ডট কম
যারা জামায়াতকে নিয়ে ঘর করে তাদের দ্বারা জঙ্গি নির্মূল করা সম্ভব না বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
রাশেদ খান মেনন বলেন, ঘর পোড়ার মধ্যে আলু পোড়া অবস্থা হয়েছে এখন। যখন আমাদের ঘর পুড়ছে তার মধ্যে খালেদা জিয়া নির্বাচনের কথা বলছেন। নির্বাচন দিয়ে তাকে সরকারে বসালে কি দেশ থেকে জঙ্গিবাদ শেষ হয়ে যাবে? কখনোই না। তার আমলেই তো ৬৩ জেলায় বোমা হামলা ও বাংলা ভাইয়ের মত জঙ্গিদের উত্থান হয়েছে।
জঙ্গিদের পিঠে গুলি, কাপড়ে রক্তের দাগ কেন বিএনপির এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, আপনারা দেখেন নাই যে আমেরিকাতে সমকামিদের নাইট ক্লাবের হামলা এবং ফ্রান্সে যে হামলা হয়েছে এ হামলার সঙ্গে জঙ্গিদের যে হত্যা করা হয়েছে তা কি আপনারা দেখেননি? এ নিয়ে তো আপনারা কোনো কথা বলেন না। এর অর্থ জঙ্গিদের প্রতি তাদের দরদ রয়েছে। কারণ আপনারাই তো জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন।
একটি অনলাইন পত্রিকার খবরে দেখে আসলাম ‘এমাজউদ্দিন সাহেব বলেছেন ‘২০ দল থেকে জামায়াতকে বাদ দেওয়া হবে’। জামায়াতকে আপনাদের আঁচলের তলায় ঢেকে রাখবেন- আর জঙ্গি ও আমেরিকাকে নিয়ে আসবেন? আমাদের কাছে এ ষড়যন্ত্র স্পষ্ট। আমরা তা হতে দিব না।
এ সময় সমাবেশ থেকে জঙ্গিবাদ মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে- ৬ আগস্ট দেশব্যাপী জঙ্গিবাদ সাম্রাজ্যবাদবিরোধী সমাবেশ ও র্যা লি, ২০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কৃষক, খেতমজুর, শ্রমিক, নারী, যুব, ছাত্র গণসংগঠনের উদ্যোগে কনভেনশন, জেলা থেকে ইউনিয়ন পর্যায়ে ১৪ দলের কর্মসূচি এবং প্রতিরোধ কমিটি গড়ে তোলার ক্ষেত্রে পার্টির সকল শাখা কাজ করবে, ১৭ আগস্ট ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টা দিবসে দেশব্যাপী সন্ত্রাসবিরোধী দিবস হিসেবে পালন, ২০ আগস্ট ৩০ সেপ্টেম্বরের মধ্যে সকল বিভাগে সাংস্কৃতিক ফ্রন্টের উদ্যোগে জঙ্গিবাদ সাম্রাজ্যবাদবিরোধী সাংস্কৃতিক কর্মসূচি পালন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, নুর আহমদ বকুল, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন প্রমুখ।