বিজয় বার্তা ২৪ ডট কম
প্রতীক বরাদ্দের পর থেকেই জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এ নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির ভোটাররা তাদের ভোটাধিকার নিয়ে নিশ্চিত হলেও জাতীয় পার্টির ভোটাররা এখন বিভ্রান্তে আছেন। জাতীয় পার্টি বর্তমান সরকারের জোটে থাকলেও নারায়ণগঞ্জের জাতীয় পার্টির নেতাকর্মীদের কোনো সক্রিয় ভূমিকা না থাকায় তৃণমূলের নেতাকর্মীরা এখন দিশেহারা। নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের আওতাধীন নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির ভোট ব্যাংক রয়েছে প্রায় ৬০ হাজার। সবশেষে জাতীয় পাটির এ ভোটার দলের নেতাকর্মীদের নির্দেশনার অপেক্ষায় প্রহর গুণছেন। আর এ ভোট ব্যাংকে হানা দিতে মরিয়া হয়ে উঠেছেন আওয়ামীলীগ ও বিএনপির দুই প্রার্থীই। নারায়ণগঞ্জের রাজনীতির সমীকরণের কারণেই সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির তুণমূলের নেতাকর্মীরা এখন দোলাচলে ভুগছেন।
জানা গেছে, প্রতীক বরাদ্দের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ যখন তুঙ্গে তখন জাতীয় পার্টির নেতাকর্মী ও ভোটাররা নীরব ভূমিকা পালন করছেন। তারা জেলার জাতীয় পার্টির শীর্ষ নেতাদের নির্দেশের অপেক্ষায় প্রহর গুণছেন। সিটি কর্পোরেশনের আওতাধীন নারায়ণগঞ্জ-৫ আসনের ( বন্দর ) জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমানের পক্ষ থেকেও কোনো নির্দেশনা না পাওয়ায় তৃণমূলের নেতাকর্মী ও ভোটাররা এখন বিভ্রান্তে রয়েছেন। সিটি কর্পোরেশনের আওতাধীন বন্দরে রয়েছে জাতীয় পার্টির ভোট ব্যাংক। এ ভোট ব্যাংকে প্রায় ৫০ হাজার ভোটার রয়েছে বলে জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান। বাকী ১০ হাজার ভোটার রয়েছে সিটি কর্পোরেশনের বাকী এলাকার মধ্যে। এ ভোটররা এখন দোলাচলে ভুগছেন। তারা আসলে কাকে ভোট দিবেন বা কার পক্ষে কাজ পরিচালনা করবেন তা নিয়ে হিমশিম খাচ্ছেন।
এদিকে, জাতীয় পার্টির এ ভোট ব্যাংকে হানা দিতে মরিয়া হয়ে উঠেছেন আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থী। যদিও জাতীয় পার্টি মহাজোট সরকারের শরিক দল। তারপরও নারায়ণগঞ্জের রাজনীতির সমীকরণের কারণেই জাতীয় পার্টির ভোটাররা এখন বিভ্রান্তে রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে বন্দর এলাকার কয়েকজন জাতীয় পার্টির নেতাকর্মী বলেন, জাতীয় পার্টি আওয়ামীলীগের অংশ। তবে নারায়ণগঞ্জের রাজনীতিতে বিশেষ করে সিটি কর্পোরেশনের নির্বাচনকে ঘিরে কিছুটা জটিলতা রয়েছে। সেক্ষেত্রে নেতাকর্মীদের নির্দেশের পরই সব কিছু পরিষ্কার হবে। তবে সর্বশেষ তারা নৌকা মার্কায় ভোট দিবেন বলে মতামত ব্যক্ত করেন।
বন্দর থানার জাতীয় পার্টির নেতা ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন বলেন, নেতাকর্মীরা দোটানায় আছেন এটা সত্য। তবে শীঘ্রই সব কিছু খোলসা হয়ে যাবে। নেতাকর্মীরা নৌকার পক্ষে কাজ করবে।