বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী ১ জানুয়ারী জাতীয় পার্টি(এরশাদ) এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নারায়ণগঞ্জ থেকে ৫ হাজার নেতাকর্মী ঢাকার মহা-সমাবেশে যোগ দিবেন। আর সবার পড়নে শরীরে থাকবে টিশার্ট মাথায় থাকবে টুপি। ১ জানুয়ারী সকাল ১০টায় ঢাকার সোরওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশটি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ২৭ জানুয়ারী দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবের তৃতীয় তলার সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির প্রস্তুতি মূলক সভায় এ কথা জানানো হয়।
প্রস্তুতি সভার শুরুতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে সেলিনা হায়াৎর পক্ষে কঠোর পরিশ্রম ও তাকে বিজয়ী করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা সভার এক পর্যায় দলীয় প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ নারায়ণগঞ্জ সেলিম ওসমানের মোবাইলে ফোন দিলে তিনি জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদকে প্রস্তুতি সভার কথা অবহিত করেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বলার অনুরোধ রেখে মোবাইলটি স্পিকারের সংযোগ দেন।
তখন হুসেইন মোহাম্মদ এরশাদ দলীয় নেতাকর্মীদের কাছে সংসদ সদস্য সেলিম ওসমানের কর্মকান্ড এবং দল ও রাজনৈতিক বিবেচনার উর্ধে উঠে সবাইকে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়ণ কাজের প্রশংসা করে নারায়ণগঞ্জ জাতীয় পার্টিকে সেলিম ওসমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পাশাপাশি তিনি নাসিক নির্বাচনের প্রসঙ্গ টেনে জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করেন।
সভায় সেলিম ওসমান সহ উপস্থিত নেতাকর্মীরা বন্দরে সেলিম ওসমানের অর্থায়নে নির্মাণাধীন নাসিম ওসমান মডেল হাইস্কুলটি উদ্বোধন করতে নারায়ণগঞ্জে আসার আমন্ত্রন জানালে এরশাদ নারায়ণগঞ্জে আসার আগ্রহ প্রকাশ করেন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্র্টির আহবায়ক আবুল জাহের, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মজিদ খোন্দকার, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন, জেলা শ্রমিক পার্টির সভাপতি কুতুবউদ্দিন কুতুব, মহানগর শ্রমিক পার্টির আহবায়ক আবুল খায়ের ভূইয়া, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়ন পরিষদের লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া কামাল হোসেন প্রমুখ।
বিকেএমইএ এর কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের পরিদর্শন
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর নিজস্ব কমপ্লেক্সের নির্মাণ অগ্রগতি পরিদর্শন করেছেন সংগঠনটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
মঙ্গলবার ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় তিনি কমপ্লেক্স নির্মাণস্থল পরির্দশনে যান। এ সময় তার সাথে ছিলেন বিকেএমইএ এর সিইও সুলভ চৌধুরী।
পরিদর্শনে তিনি নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত নির্মাণকাজ চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য গত ২০১৬ সালের ৩০ জুলাই বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ উপস্থিত থেকে নারায়ণগঞ্জে বিকেএমইএ নিজস্ব কমপ্লেক্স নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং ভবনের কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি সেলিম ওসমানকে বিকেএমইএ সভাপতির দায়িত্ব পালন করার অনুরোধ করেন।
সেলিম ওসমানকে শুভেচ্ছা জানালো ইয়ার্ণ মাচেন্টের নতুন কমিটি
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতা সেলিম ওসমানের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ইর্য়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির কর্মকর্তারা যাত্রা শুরু করেন।
মঙ্গলবার ২৭ ডিসেম্বর বিকেলে অফিস বেয়রা নির্বাচনে সংগঠনটির সভাপতি নির্বাচিত হোন এম সোলায়মান হোসেন, সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী আব্দুল মান্নান, সহ সভাপতি নির্বাচিত হয়েছে হাজী কামাল উদ্দিন।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবে নব নির্বাচিত সভাপতি এম সোলায়মানের নেতৃত্বে নতুন কমিটির সকল সদস্যরা সেলিম ওসমানের হাতে ফুলে তোড়া তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং নতুন কমিটির সুষ্ঠু ও সফলতার সাথে কাজ করার ব্যাপারে তার পরামর্শ কামনা করেন। এ সময় নব নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।