বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশের গন্ডি পেরিয়ে এবার সূর্যোদয়ের দেশ জাপানে শাখা অফিস খুলতে যাচ্ছে নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ। শুক্রবার ৬ এপ্রিল জাপান সময় রাত ৮টায় বাংলাদেশ অ্যাম্বাসির আয়োজনে নৈশ ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিকেএমইএ এর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এ ঘোষণা দেন।
এদিকে শুক্রবার সফল ভাবে শেষ হয়েছে ফ্যাশন ওয়াল্ড টোকিও-২০১৮ মেলা । ৩দিন ব্যাপী আয়োজিত এ মেলায় বিকেএমইএ এর নেতৃত্বে অংশ নেওয়া বাংলাদেশী নীট ব্যবসায়ীরা বায়াদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। মেলায় আসা বায়ারদের কাছ থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলারের অর্ডার পেয়েছে বাংলাদেশী নীট ব্যবসায়ীরা। বিকেএমইএ এর সিও সুলভ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, শুক্রবার ৬ এপ্রিল জাপান সময় বেলা ১১টায় বিকেএমইএ ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন এর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান সভায় প্রতিনিধিত্ব করেন। এ সময় তিনি জেট্রো প্রতিনিধিদের কাছে বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখা, নারায়ণগঞ্জের মদনগঞ্জে শান্তিরচরে নীটপল্লীতে বিনিয়োগ এবং বাংলাদেশের নীটওয়্যার শিল্পকে আরো উন্নত ও শক্তিশালী করতে জেট্রো’র সহযোগীতা প্রত্যাশা করে প্রস্তাব রাখেন। বিকেএমইএ এর সভাপতির দেওয়ার প্রস্তাব গুলো বিবেচনায় নিয়ে জেট্রো প্রতিনিধি দল বাংলাদেশের ঢাকায় অবস্থিত জেট্রো’র কার্যালয়ের মাধ্যমে দাপ্তরিক ভাবে প্রস্তাবনা দেওয়ার কথা বলেছেন।
অপরদিকে জাপান সময় বিকেল সাড়ে ৩টায় বিকেএমএই এর সভাপতি সেলিম ওসমানের নেতৃত্বে জাপান মিনিস্ট্রি অব ইকোনমি, ট্রেড এবং ইন্ডাস্ট্রি (এমইটিআই) এর সাথে বিকেএমইএ এর আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বিকেএমইএ সভাপতি জাপান সরকারের সহযোগীতা কামনা করে বেশ কয়েকটি প্রস্তাব রাখেন। যার মধ্যে বাংলাদেশে জাপানী বিনিয়োগ বৃদ্ধি , বাংলাদেশে নীট কারখানা গুলোতে যৌথভাবে বিনিয়োগ সহ জেএসপি সুবিধা বহাল রাখার প্রস্তাব করেন। পরিপ্রেক্ষিতে এমইটিআই কর্মকর্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। জেএসপি সুবিধা একটি পলিসির মাধ্যমে চলে। আমরা চেষ্টা করবো পলিসির সাথে সমন্বয় করে সকল কার্যক্রম চালিয়ে যেতে। এছাড়াও এমইটিআই এর পক্ষ থেকে বাংলাদেশকে জাপানে অ্যাপারেল মার্কেট সুবিধা( ট্যাক্স ফ্রি রপ্তানি) অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও-২০১৮ মেলা শেষে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাবা ফাতেমা বিকেএমইএ সভাপতি সেলিম ওসমানের সম্মানে অ্যাম্বাসির পক্ষ থেকে নৈশ ভোজের আয়োজন করেন। যেখানে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমানকে প্রধান অতিথি করা হয়। নৈশ ভোজে জাপানে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত রাবাবা ফাতেমা, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, তাঁর সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান বিকেএমইএ সকল নেতৃবৃন্দ এবং বাংলাদেশ অ্যাম্বাসি, জাপানের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শনিবার ৭এপ্রিল জাপান সময় সন্ধ্যা ৬টায় জাপানে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়েছে।