নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মঙ্গলবার রাতে টোকিও’র নিওতানি হোটেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিলা হায়াৎ আইভীকে জাপানের বাংলা অনলাইণ বিবেকবার্তা ডট কম’র সম্পাদক পি আর প্ল্যাসিড’র লেখা “নিশিগুচি পার্ক” উপন্যাস বইটি উপহার দিয়েছেন।
এসময় “নিশিগুচি পার্ক” বইটি বাংলাদেশ এলজি আরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হােসেন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকেও উপহার দেন এই সাংবাদিক ও কবি পি আর প্ল্যাসিড।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, জাপানের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আনিসুল হক, একেএম ফারুকুল ইসলাম লিটন ও লাইজু প্রমূখ।
উল্লেখ্য, সােমবার রাতে গুরুত্বপূর্ণ সরকারি কাজে ও বর্জ্য বস্থাপনার প্রকল্প পরিদর্শনে জাপান যান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেনর মেয়র ড. সেলিনা হায়াৎ আইভী। বাংলাদেশ এলজি আরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হােসেন’র নেতৃত্বে মেয়র আইভী ছাড়া আরো প্রতিনিধি হিসেবে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আনিসুল হক, স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক, এলজিআরডি ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ ইব্রাহীম এবং সিআরডিপির প্রকল্প পরিচালক মো. আহসান হাবীব প্রমূখ।