বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, সারাজীবন, হজ্ব করেন, যাকাত দেন, দান ছতগা করেন, আমল করেন, কিন্তু যদি বাবা-মায়ের মনে কষ্ট দিলে তুমি জান্নাতে যেতে পারবে না। তাই বেশী বেশী করে বাবা-মায়ের সেবা করতে হবে। তোমরা মনে রাখবা, জান্নাত পেতে হলে বাবা-মাকে সেবা করতে হবে। কোন সন্তান যদি, ভালবাসার সাথে তার মায়ের মুখের দিকে একবার তাকান, তার একটি কবুলে হজের সমান ছওয়াব পাওয়া যায়।
বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে জেএমএস গ্লাস ফ্যাক্টরী জামে মসজিদ কমিটির উদ্যোগে ২ দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভন্ডামী করতে আমি ওয়াজ মাহফিলে আসি নাই, আমি আসি আল্লাহকে পাওয়ায় আশায়। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, মানুষকে রাজি খুশী করতে পারলে আল্লাহ খুশী হন। তাই মানব সেবার মাধ্যমে আমি আল্লাহকে পেতে চাই।
জালাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, নাসিক ৪নং কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুল হক হাসান, কাউন্সিলর হাজী ওমর ফারুক, ইফতেখার আলম খোকন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌধুরী, শিমরাইল কভার্ড ভ্যান (পিকআপ) মালিক সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায় নাসিম মাহমুদ তপন প্রমুখ।