চাপাইনবাবগঞ্জ,বিজয় বার্তা ২৪
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সম্বনয়ে চাঁপাইনবাবগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠা শ্রেষ্ট স্কাউট শিক্ষকদেরও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সদর চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে বিভিন্ন বিষয়ে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মীর্জা শাকিলা দিল হাছিন। এবারের সদর উপজেলায় শ্রেষ্ট কলেজ নির্বাচিত হয়েছে শাহনেয়ামতুল্লাহ কলেজ, কলেজ পর্যায়ে শ্রেষ্ট্র অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, শ্রেষ্ট শ্রেণী শিক্ষক শাহনেয়ামতুল্লাহ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নওসাহবাহ নওরীন নেহা, মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ট হয়েছে শংকরবাটী হেফকুল উলুম কামিল মাদ্রাসা, শ্রেষ্ট মাদ্রাসা অধ্যক্ষ হয়েছেন শংকরবাটী হেফজুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.মোহাঃ ইমরান হোসেন, শ্রেষ্ট শ্রেণী শিক্ষক চুনাখালী আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আবদুল বারী, মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হয়েছেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবীর, শ্রেষ্ট শ্রেণী শিক্ষকের নির্বাচিত হয়েছেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল আজম, শ্রেষ্ট স্কাউট শিক্ষক হয়েছেন চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বজলার রহমান, শ্রেষ্ট ছাত্রী নির্বাচিত হয়েছেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের ফাহমিদা তাবাসসুম, শ্রেষ্ট মাদ্রাসা শংকরবাটী হেফজুল উলুম কামিল মাদ্রাসার ছাত্র নির্বাচিত হন হাফিজুল ইসলাম প্রমুখ। সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে স্কুল পর্যায়ে ২টি বিভাগ ৬ষ্ঠ থেকে অষ্টম ও নবম দশম শ্রেণী পর্যন্ত এবং কলেজ পর্যায়ে একাদশ-দ্বাদশ এবং স্নাতক ও স্নাকোত্তর পর্যায় মিলে মোট ৪টি গ্রুপে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ছিল কেরাত, হামদ/নাত,বাংলা রচনা, বাংলা কবিতা আবৃত্তি, দেশতœবোধক গান,বিতর্ক প্রতিযোগিতা ও নৃত্য নজরুল সংগীত ও রবীন্দ্র সংগীত ও উচ্চাঙ্গ সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান ।