নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বিতর্কিত জাতীয় শিক্ষানীতি ২০১০ বাতিল, শিক্ষা আইন ২০১৬ সংশোধন এবং পাঠ্যসূচীতে ব্রাহ্মণ্যবাদ ও নাস্তিকতা রুখতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জে ই’শা ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কের আদমজী কদমতলী পুল এলাকায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দলোন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি খন্দকার মোঃ জাকারিয়ার সভাপতিত্বে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দলোন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন , সেক্রেটারী ডাঃ মোঃ সাইফুর ইসলাম, শ্রমিক আন্দলোনে সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মোঃ নূরুল আমিন দুলাল, নারায়নগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শিব্বির আহমাদ ও থানা শাখার সাধারন সম্পাদক মোঃ শরিফ হোসেন, শেখ মোঃ জহিরুল ইসলাম, মোঃ মিল্লাত হোসেন, মোঃ জুবায়ের হোসেন, ও মোঃ রাকিব বিল্লা প্রমূখ।
মানব বন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান সরকার তথা শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক শিক্ষানীতি, সিলেবাস এবং শিক্ষা নীতিমালা প্রণয়নে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে বিজ্ঞ আলেম, পন্ডিত ও গ্রহনযোগ্য কোন প্রতিনিধিকে রাখা হয়নি। যার দরুন শিক্ষা আইনে প্রকৃত ধর্মীয় শিক্ষাকে অবহেলার সাথে সন্নীবেশ করা হয়েছে যার ফলে বর্তমান পাঠ্যপুস্তকের মাধ্যমে সু-শিক্ষা অর্জন করা কোন ভাবেই সম্ভব নয়। শিক্ষানীতি ২০১০ এবং তার বাস্তবায়নে প্রণীত শিক্ষা আইন ২০১৬ এর খসড়া বাতিল করতে হবে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকে হিন্দুত্ত্ববাদী ও ইসলাম বিদ্বেষী কবিতা, গল্প ও রচনাবলী শিক্ষা সিলেবাস থেকে বাদ দিতে হবে। শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে ৯২ ভাগ জনগনের চিন্তা, বিশ্বাস ও মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে মুসলিম ঐতিহ্য ও ভাবধারার কবি সাহিত্যকদের গল্প কবিতা ও প্রবন্ধ অর্ন্তভুক্ত করতে হবে এবং শিক্ষানীতি, শিক্ষা আইন ও পাঠ্যপুস্তক প্রণয়ন কার্যক্রমে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষাবিদ এবং ইসলামীক স্কলারগণের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।