বিজয় বার্তা ২৪ ডট কম
সোমবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ সপ্তাহব্যাপী কর্মসূচির শেষ দিনে মৎস চাষীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ভাঃ প্রাঃ) মো . ইসরাত হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গাউছুল আযম, জেলা কৃষি সম্প্রাসরণ অধিদফতরের উপ পরিচালক আব্বাস উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. জাহিদ হোসেন, সহাকরী পরিচালক আজিজুর রহমান খাঁন, নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হক প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে ইসরাত হোসেন খান বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী। আমাদের দেশের মাছ হচ্ছে প্রধান খাদ্য। আমাদের দেশে মত এতো নদী আর কোথাও নেই। আর এই সব নদীতে আছে সকল প্রকার সাধু পানির মাছ । আজ আমাদের দেশের খাল, বিল, নদী গুলো বিলপত ও এর পানি কল , কারখানার দুষিত ময়লা আবর্জনা দ্ধারা নষ্ট হতে চলেছে । দেশের রুই, কাতলা, চিংড়ি, পুঁটি ইত্যাদি মাছ সুস্বাদু মাছ আজ হারিয়ে গেছে । আমাদের অবশ্যই এই সব দেশীয় মাছ গুলোকে রক্ষা করতে হবে । বিদেশী দেশের চাষ করা মাছ আজ আমাদের দেশে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।
ইসরাত হোসেন খান আরও বলেন, আমাদের ছেলে মেয়েরা আজকাল মাছ পছন্দ করে না। উর্তি বয়সের ছেলে মেয়েরা সাধারণত খাবারের সময় মাছ খেতে চায় না । কিন্তু আমাদের পরিবার গন অবশ্যই তাদের ছেলে মেয়েদের দেশীয় সুস্বাদু মাছ সম্পর্কে বলতে হবে এবং মাছ খেতে উৎসাহিত করতে হবে ।
বক্তব্য শেষে ইসরাত হোসেন খান নারায়ণগঞ্জ বিভিন্ন উপজেলার অন্তর্গত চাষীদের মাঝে সনদপত্র ও পুরস্কার তুলে দেন ।