বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়ানশীপে শ্রেষ্ঠত্ব অর্জণ করেছেন ঈগল স্পোর্টিং ক্লাবের আন্তজার্তিক রেটেড(১৮৮১) খেলোয়ার সাব্বির আহমেদ সেন্টু। ৭ রাউন্ড সুইসলীগ পদ্ধতির এ টুর্ণামেন্টে সেন্টু সর্বাচ্চ ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জণ করেন। রোববার বিকেল ৩টায় শহরের ওসমানী ষ্টেডিয়ামের প্যাভেলিয়ন কক্ষে আয়োজিত শেষ রাউন্ডের খেলায় সেন্টু টপ সিটেড দাবাড়– আনিসুজ্জামান মল্লিককে পরাজিত করেন। টুর্ণামেন্টে রানার আপ হয়েছেন আনিসুজ্জামান মল্লিক। এছাড়া টুর্ণামেন্টে তৃতীয় থেকে ১০ম স্থান অধিকার করেন যথাক্রমে হাবিবুর রহমান সোহেল(২০৬৪), ৩য়,মোঃ আসাদুজ্জামান(১৯১৪)৪র্থ,সৈয়দ মনিরুল হক(১৮৪২) ৫ম,মোঃ মোকসেদ খান (১৯৭৬) ৬ষ্ঠ,আমির সোহেল(১৮২২)৭ম,আবদুল মান্নান(১৮৩১)৮ম,সানোয়ার হোসেন(১৮৯৫)৯ম এবং তোফাজ্জল হোসেন(১৮৪৮)১০ম স্থান পেয়েছেন। মোহাম্মদ নাজমুল হাসান রুমি(১৮০০),মোর্তুজা মাহাথির ইসলাম (১৩৮২),মোঃ নুরুল আমিন (১৮১৯),মোহাম্মদ আলী(০),মনির হোসেন(২০৯৬),আবদুর রাজ্জাক(০),মামুন রেজা (১৬৪১),সিদরাতুল মুনতাহা(০),সাদনান হাসান দিহান(১৪৩১),চৌধুরী এমদাদুল কবির(১৮২৫),তাইফুল ইসলাম তপু(০),মোঃ মতিন(০),মাহবুব মাতব্বর(০),মীর মঈনুল ইসলাম(০) যথাক্রমে ১১ তম থেকে ২৪তম স্থান পেয়েছেন। দু’দিন ব্যাপী এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির,দাবা উপ-কমিটির সভাপতি জাহাঙ্গীর ইসলাম,কমিটির সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোস্তফা কাওছার,সদস্য ফিরোজ মাহমুদ সামা প্রমুখ। ২দিন ব্যাপী এ টুর্ণামেন্টে জেলার বিভিন্ন স্থান হতে ২৪জন শীর্ষ দাবাড়ু এতে অংশ নেয়। উল্লেখ্য,নারায়ণগঞ্জ জেলা চ্যাম্পিয়ান হওয়ার সুবাদে সাব্বির আহমেদ সেন্টু ও রানার আপ আনিসুজ্জামান মল্লিক আগামী ২০ অক্টোবর বাংলাদেশ দাবা ফেডারেশনে অনুষ্ঠিতব্য জাতীয় দাবা চ্যাম্পিয়ানশীপে নারায়ণগঞ্জ জেলার পক্ষে প্রতিনিধিত্¦ করবেন। প্রকাশ থাকে যে,সাব্বির আহমেদ সেন্টু পেশাগত একজন সাংবাদিক এবং টিভি নাট্যকার। নাট্য পরিচালনা ও সাংবাদিকতার পাশাপাশি দাবা খেলার সঙ্গে তিনি দীর্ঘ দিন ধরে জড়িত রয়েছেন। তিনি একজন আন্তজার্তিক রেটেড খেলোয়ারও বটে। এর আগে তিনি ঢাকা প্রথম বিভাগ দাবালীগে সোনালী ব্যাংকের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালণ করেন।