বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মো. বাদল বলেছেন, জাতীয় চার নেতা কোন দিন অন্যায়ের সাথে আপোষ করেনি। তারা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর। পৃথিবীর নিরাপদ স্থান হলো কারাগার। কিন্তু খন্দকার মোস্তাকরা মীর জাফরী করে চার নেতাকে কারাগারে হত্যা করে। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষমতা আসার পর বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার হত্যার বিচার করেছে। আর বাকীদেরকেও অচিরেই বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে।
৩রা নভেম্বর জাতীয় চার নেতা জেল হত্যা দিবস উপলক্ষে বুধবার বাদ জোহর জেলা আইনজীবী সমিতি ভবনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ নারায়ণগঞ্জ জেলার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ এর সাধারণ সম্পাদক এড নুরুল হুদার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এড মো. শরীফ হোসেন সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মো. বাদল, আরোও উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিছুর রহমান দিপু, সাধারন সম্পাদক এড. হাসান ফেরদৌস জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন মিয়া, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ এর দপ্তর সম্পাদক এড. মাসুদ রানা, এড মাসুদুর রউফ, এড. মুজিয়া বেগম, এড. সেলিনা ইয়াসমিন, এড. আনোয়ার হোসেন, নবীন আইনজীবী এড. আলী আকবর সহ আরোও অনেকেই।
তিনি আরও বলেন, আওয়ামীলীগ এর কাউন্সিলে বলা হয়েছে বাংলাদেশের মানুষ না খেয়ে থাকতে না। ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভালবেসে জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন আমি যেন তৃৃণমূলের সবাইকে নিয়ে সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি তার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন।
এ সময়ে আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিবেশন করা হয়।