বিজয় বার্তা ২৪ ডট কম
উগ্রবাদ ও জঙ্গিবাদ দমনের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়তে ১৪ দলীয় জোটের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এ বৈঠক শুরু হয়। শেষ হয় পৌনে ১০টায়।
বৈঠকে কাদের সিদ্দিকী ছাড়াও তার স্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য নাসরিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইকবাল সিদ্দিকী ও শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিএনপির নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ ও আবদুল্লাহ আল নোমান বৈঠকে ছিলেন।
সম্প্রতি ঢাকা গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর জাতীয় ঐক্যের ডাক দেন খালেদা জিয়া। যদিও তার জাতীয় ঐক্যের ডাকের বিপরীতে ক্ষমতাসীনরা বলছেন, এরইমধ্যে জাতীয় ঐক্য হয়ে গেছে।
বিএনপি সূত্র জানিয়েছে, কৃষক-শ্রমিক-জনতা লীগের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে দুই জোটের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হলো। এরই ধারাবাহিকতায় গণফোরাম, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গেও বৈঠক করবেন বিএনপি নেত্রী। তবে জাতীয় ঐক্য তখনই হতে পারে যখন বিএনপি জামায়াত ছাড়বে- এমন শর্ত দিয়েছে দলগুলো।