বিজয় বার্তা ২৪ ডট কম
পৃথিবীতে আজ
শঙ্কা-ভয়-ভীরুতা ফেলে
দ্বন্দ্ব-মন্দ-কুশাস্ত্র ছেড়ে
ফেল তারুণ্যের বাজ।
যদি জীবনপথের বীর,
আজ বুকে লাগে তীর;
সেই তীর ছুঁড়ে ফেলে দিও—
তোমার কণ্ঠে নতুনের জাগরণ গেও।
তোমার মাথার চারিদিকে
শক্ররা ধরে যদি অস্ত্র,
মাথা তুলে, সামনে যেয়ে
শুনিয়ে দিও রক্তের মন্ত্র।
বিপদের সময়ে
তোমায় রেখে
সবাই যায় যদি চলে,
তুমি বীরের মত যেও লড়ে।
চারিপাশে উড়ে যদি ধূলি,
বুকের চারিধারে লাগে যদি গুলি;
দেখে নিও নীল আকাশ—
আবার জন্মাব পারলে ঠেকাস্।