নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জাইকা’র অর্থায়ণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের বন্দর কবরস্থান রোড এলাকায় স্থাপত্য এনার্জীপ্যাক এলইডি লাইট শনিবার থেকে চালু করা হয়েছে। সুইচের মাধ্যমে আলোকজ্জল ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্থানীয় ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া। প্রায় শতাধিক ল্যাম্পপোষ্টে এনার্জী লাইট স্থাপন তথা চালু করায় গোটা কবরস্থান রোড এলাকাবাসীর মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়। এনার্জী লাইট প্রজ্জলন কর্মসূচীর উদ্বোধণকালে কাউন্সিলর সুলতান আহাম্মদ ছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক মোঃ আব্দুস সামাদ প্রধাণ,মোঃ মহিউদ্দিন সাউদ,হাজী হানিফ মাষ্টার,হাজী মোঃ মাহবুব,মোঃ দেলোয়ার হোসেন দেলু,মোঃ মিজানুর রহমান,কবরস্থানের খাদেম মোঃ আমির হোসেন,মোঃ সলিম,মোঃ সফর মিয়া,মোঃ কাইয়ূম,আব্দুল মজিদ,মোঃ সাহাবুদ্দিন প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন বন্দর কবরস্থান রোড বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মানজুর আহমেদ।