নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বাবা মাকে মারধর করতে বাঁধা দেওয়ায় চাচা রমিজ উদ্দিন মোল্লাকে (৬০) কুপিয়ে জখম করেছে বউ পাগল আসনূর রহমান আকাশ (৩০)।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় নারায়ণগঞ্জের জল্লারপাড়া এলাকায় এই ঘটনাটি সংঘটিত হয়।
সরেজমিনে জানা যায়, নারায়ণগঞ্জের জল্লারপাড়া এলাকার সাবেক জাতীয় দলের ফুটবলার আামিনূর রহমানের জায়গা দখলে করতে তার ছেলে আসনূর রহমান আকাশকে তার ছেলের বউ মিতু ও তার ছেলের শ্বশুর জার্মান মোল্লাসহ ছেলে মেয়েরা বিভিন্ন কুপরামর্শ ও প্ররোচনা দিয়ে আসছে। যার ফলে আকাশ জায়গা দখল করতে তার বাবা আমিনূর ও মা শামীমা রহমানকে প্রায়ই গালিগালাজ ও মারধর করে। বিষয়টি কয়েকবার পারিবারিকভাবে আলোচনা করা হলেও আকাশ সংশোধন হয়নি। গত ৬ মে শুক্রবার বিকেল ৩ টায় আকাশ আবারও তার বউ ও শ্বশুরের কুপরামর্শে তার বাবা মাকে এ্যালোপাতারি মারধর করতে থাকে এমন সময় তাদের ডাক চিৎকারে আকাশের চাচা রমিজ উদ্দিন মোল্লা ঘটনাস্থলে এসে আকাশকে বাঁধা দেয়। তারই প্রেক্ষিতে আকাশসহ তার বউ মিতু ,শ্বশুর জার্মান মোল্লাসহ ছেলে স্বপন মোল্লা (৪৫), ইয়াজধানী মোল্লা (৪০) ও দুই নাতী সাঈদ(২৪), ঈশান(১৮) অজ্ঞাত নামা আরো ২/৩ জন জল্লাপাড়া আমহাট্টা মসজিদের সামনে রমিজ উদ্দিন মোল্লাকে দেখতে পেয়ে লাঠি ও লোহার রড দিয়ে এ্যালোপাতরি মারধর করে ও একপর্যায়ে আকাশ হত্যার উদ্দ্যেশে ছুড়ি দিয়ে কুপিয়ে জখম করে। এসময় রমিজের পকেট থেকে টাকা ছিনিয়ে নেয় এবং প্রাণ নাশের হুমকি দেয়। রমিজের ডাক চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা করায়। এব্যাপারে মমিজ উদ্দিন মোল্লার ছেলে রমিজ উদ্দিন মোল্লা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।