বিজয় বার্তা ২৪ ডট কম
আলীগঞ্জ ক্লাবের জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ৫ম শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭।
সোমবার সকালে ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠে এই খেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও আলীগঞ্জ ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। এরপর শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় কাউছার আহমেদ পলাশের বলে জেলা প্রশাসক রাব্বী মিয়া ছক্কা মারেন।
জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, আলীগঞ্জ ক্লাবের কার্যাবলী আপনারা আরো বৃদ্ধি করুন। এই ক্লাবের গ্রহনযোগ্যতা বৃদ্ধিতে আপনার এর জনসম্পৃক্ততা বাড়িয়ে তুলুন।
তিনি আরো বলেন, কোন কিছুর উদ্দেশ্যের জন্য কোন জায়গা অধিগ্রহন করা হলে তা বাস্তবায়িত না হলে ওই জায়গা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর যোগ্য হয়ে যায়। সেখানে আর কিছু করার সুযোগ নেই। আলীগঞ্জ মাঠকে রাখতে আমাদের যা যা করনীয় আমরা করবো।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও গনমাধ্যম একসাথে কাজ করলে মাদক নির্মূল করা সম্ভব।
জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং আলীগঞ্জ ক্লাবের সভাপতি আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আকসির, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটু, সহ সভাপতি এ.জেড.এম ইসমাইল বাবুল, ফতুল্লা থানার ওসি কামালউদ্দিন। আলীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম মেম্বার, সহ সভাপতি হাজী নাসির উদ্দিন, অর্থ সম্পাদক হাজী আরিফুল ইসলাম, শাহাদাৎ হোসেন সেন্টু প্রমুখ।
কাউছার আহমেদ পলাশ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আলীগঞ্জ মাঠে ১৯৮৫ সাল থেকে খেলা চলে আসছে। এ মাঠে বিশ্বখ্যাত রানাতুঙ্গা, ফার্নান্ডোসহ বাংলাদেশের জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়রা খেলেছেন। ১৯৯৭ সনের পর খেলাধূলায় বাটা পড়লে এ মাঠে মাদকের আসর থেকে শুরু করে অসামাজিক কার্যকলাপের আখড়া গড়ে উঠেছিল। আমরা আবারো সে সকল প্রতিবন্ধকতা হটিয়ে দিয়ে আলীগঞ্জ মাঠকে মাঠে রুপান্তরিত করেছি।
টূর্নামেন্টটি নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এবছর ৩২টি দল এই টুর্নামেন্টে অংশ নিবে। সর্বমোট ৩১টি খেলা হবে।এই খেলায় চ্যাম্পিয়ণ দলকে ২ লাখ টাকা ও নমুনা ট্রফি হিসেবে দেওয়া হবে। রানার্স আপ দলকে ১ লাখ টাকা ও নমুনা ট্রফি দেওয়া হবে।আজ উদ্বোধনী খেলায় নীট কনসার্ন ক্রিকেট একাডেমী ইষ্ট এন্ড ক্লাবকে হারিয়ে জয়ী হয়।