বিজয় বার্তা ২৪ডেস্ক
(মা দিবসে- পৃথিবীর সব মা’এর প্রতি ক্ষমা প্রার্থনা করে. . .)
কেমন ছিল সেদিনের দিনটি?
কেমন করে আগলে রেখেছিলে দশ’টি মাস-
ছোট্ট জঠরে?
কেমন করে অক্ষত রাখলে আ. .স্ত একটি জীবন?
তোমার যখন নয়, তখন
এসেছিলাম তোমার পাঁচ ফুট দেহে
কিছু বুঝে উঠার আগেই ধীরে ধীরে বাড়তে লাগলাম-
কাচা শরীর শুষে, কী আশ্চর্য!
তোমার তখন খেলার বয়স
তোমার তখন শখের বয়স
তোমার তখন পুকুর জলে সাঁতার কাটা মাছের বয়স
তখন তুমি ঘরের কোণে আমায় নিয়ে আস্তে হাঁটো
চিন্তা করো, আমার যেন কষ্ট না হয়
তোমায় তুমি কষ্টে রাখো!
কেমন ছিল দিনগুলি সেই?
নিজের চেয়ে ওজন বেশি একটা ওজন বহন করে
দিনরাত্রি যতœ নিতে
নিজকে বুঝার আগেই তুমি আমার সকল বুঝতে পেতে
আমার জন্য তোমায় তুমি ভুলেই যেতে!
কেমন ছিল দিনগুলি সেই?
তোমার একটা তুমি আছে
তুমিও মানুষ আগে-পিছে
সেই কথাটা আসতো না যে তোমার মনে,
অনেক আঁধার, অনেক কালো ঠোঁটের নিচে লুকিয়ে রেখে
হাসতে তুমি আমার সনে।
আমার জন্য স্বপ্ন তোমার বন্দি রেখে ঘাসের ডগায়
আমার চোখে স্বপ্ন দিতে- আকাশ সমান বিশালতায়!
কেমন ছিল দিনগুলি সেই?
এখন আমি অনেক বড়
আমার মাথা আকাশটা ছোঁয়।
আমার কাছে তোমায় এখন ছোট্ট লাগে
অপ্রয়োজন আগলা গালে,
ভাবতে গিয়ে অবাক লাগে- ওটুক পেটে আমি ছিলাম!
বিশ্বাসটা হালকা লাগে।
আমি এখন অনেক বড়
আমার মাথা আকাশটা ছোঁয়,
তোমার মাথা চার দেয়ালে পলেস্তারায় ডুবে থাকে
সময় কাটে দুর্বিপাঁকে,
আশ্রমে ব্শে ভালোই আছো!
কেমন তোমার দিনগুলি এই?