বিজয় বার্তা ২৪ ডট কম
বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি এড. আবুল কালামের নেতৃত্বে বিশাল নেতাকর্মীদের নিয়ে যোগদান করার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার ( ১৫ নভেম্বর ) বিকেলে দলের মহাসচিবের স্বাক্ষরিত এক বিবৃতিতে উল্লেখ করে বলেন, গত (১২ নভেম্বর ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় । জনসভা সাফল্য মন্ডিত করতে আপনাদের অক্লান্ত পরিশ্রম দলকে উজ্জীবিত করেছে । নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ (১২ নভেম্বর ) জনসভা সফল করতে যেভাবে সহযোগিতা করেছেন সেজন্য সকলকে দল ও বিএনপির চেয়ারপার্সনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি । ভবিষ্যতে ও আপনাদের গতিশীল নেতৃত্বে এধরনের কর্মসূচি আরো সফল হবে বলে দল দৃঢ়ভাবে বিশ্বাস করে ।
উল্লেখ্য গত ( ১২ নভেম্বর ) এড. আবুল কালামের নেতৃত্বে সমাবেশে বিশাল নেতাকর্মী নিয়ে যোগদান করেন মহানগর বিএনপি সহ সভাপতি ফখরুল ইসলাম মজনু, সহ সভাপতি আয়েশা সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর সেন্টু, শওকত হাসেম শকু,এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ সাংগঠনিক আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক হান্নান সরকার, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ।