নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠানে হাজার হাজার মানুষের ঢল নেমে ছিল। রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সাংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিরা সহ নারায়ণগঞ্জের সর্বস্তরের হাজার হাজার মানুষ উক্ত দোয়ায় শরীক হয়ে নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনা করেন।
শুক্রবার ২৯ এপ্রিল বাদ জুম্মা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান মসজিদে প্রয়াত নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনায় তার পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরন করা হয়।
প্রয়াত নাসিম ওসমান নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের প্রয়াত ভাষা সৈনিক ও স্বাধীনতা পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন, সাবেক এম এল এ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহোচর ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠার অন্যতম ব্যক্তিত্ব মরহুম একেএম শামসুজ্জোহা ও প্রয়াত ভাষা সৈনিক নাগিনা জোহার বড় ছেলে এবং বর্তমানে নারায়ণগঞ্জ-৫ ও ৪ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও একেএম শামীম ওসমানের বড় ভাই। সেই সাথে তিনি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সব থেকে বেশি মেয়াদে নির্বাচিত ৪ বারের সংসদ সদস্য।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত নাসিম ওসমানের ছোট ভাই সংসদ সদস্য শামীম ওসমান, ভাতিজা অয়ন ওসমান, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, যুুগ্ম আহবায়ক আফজাল হোসেন, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার প্রধান, আলীরটেক ইউনিয়নে বিনা প্রতিদ্ব›দ্ধীতায় নির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমান মতি, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ নারায়ণগঞ্জের সর্বস্তরের হাজার হাজার মানুষ।
উল্লেখ্য ২০১৪ সালের ৩০ এপ্রিল ভারতের রাজধানী দিল্লীর দেরাদুন শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান। তিনি নারায়ণগঞ্জ-৫ আসন থেকে ১৯৮৮৪, ১৯৮৬, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।