বিজয় বার্তা ২৪ ডট কম
সাধারণ মানুষের সেবা নিশ্চিতের লক্ষে হাজীগঞ্জ আইইটি স্কুল মোড়ে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ বক্স উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশীদ।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় পুলিশ বক্সটি উদ্বোধন করেন তিনি।
এ সময় হারুন অর রশীদ বলেন, এই পুলিশ বক্সে সার্বক্ষণিক পুলিশ অবস্থান করবে এবং বিভিন্ন সর্বক্ষণিক নজরদারির মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, সাধারণ মানুষ যেন হয়রানি না হয় সেই লক্ষ্যে উক্ত পুলিশ বক্সটি সার্বক্ষণিক একজন সিনিয়র অফিসারের মাধ্যমে মনিটরিং করা হবে এবং দিন ও রাতে পালাক্রমে উক্ত পুলিশবক্সে পুলিশ অবস্থান করবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আসলাম হোসেন, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ডিআই ই টু সাজ্জাদ রোমন সহ প্রমুখ।