বিজয় বার্তা ২৪ ডট কম
চিকুনগুনিয়া প্রতিরোধে ১৩ নং ওর্য়াডে আজ থেকে শুরু হয়েছে মশক নিধনের বিশেষ অভিযান।আজ সকালে মাসদাইর বাজারে মশক নিধন অভিযান উদ্বোধন করেন ১৩ নং ওয়াড কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
উল্লেখ্য যে,মশার লার্ভা নিধনের জন্য পোড়া মবিল ও উরন্ত মশা নিধনের জন্য বিশেষ মাস্কুইট স্প্রে করা হচ্ছে।ওর্য়াডের গলাচিপা,মাসদাইড়,জামতলা,আমলাপারা ও বালুরমাঠে এ অভিযান পরিচালিত হচ্ছে।
কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এসময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে চিকুনগুনিয়া প্রতিরোধে জনগনের সহযোগিতা ও সচেতনতা কামনা করেন।তিনি যেখানে সেখানে আবর্জনা না ফেলার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।