বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ী বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী করেছে মহানগর বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (১৯ জুন) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, নিরাপত্তা মানুষের মৌলিক অধিকার যা এই অবৈধ সরকার হরন করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসহায় মানুষের পাশে সাহায্য প্রদান করার জন্য যাচ্ছিলেন। কিন্তু আওয়ামীলীগের সন্ত্রাসীরা তার গাড়ী বহরে হামলা করে সেই কর্মসূচীকে পন্ড করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও পতিবাদ জানাচ্ছি।
সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, আওয়ামীলীগ গণতন্ত্র হত্যাকারী দল। মুখে গণতন্ত্রের কথা বললেও তারা বিরোধী মতের নেতাকর্মীদের উপর স্টীমরোলার চালায়। এক দলীয় শাসন বাকশাল কায়েম করে বিরোধী রাজনৈতিক দলের কর্মকান্ডে বাধা প্রদান তাদের পুরানো অভ্যাস। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ী বহরে হামলাই তার উদাহরন। আমরা এই ফ্যাসীবাদি আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অ্যাডভোকেট আবুল কালামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবুল কাউছার আশা, স্বেচ্ছাসেবক দল নেতা মাকিব মোস্তাকিম শিপলু প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল আলম সজল, বিএনপি নেতা বরকত উল¬াহ, আবদুর রহমান, শ্রমিক দলের মনির মল্লি¬ক, শহীদ হোসেন, মোঃ লিটন, যুবদলের মোঃ রোমান, স্বেচ্ছাসেবক দলের আবু আল বেলাল খান, আব্দুর রশিদ, ছাত্রদলের আসিফ আব্দুলাহ, মোসতাকিম হোসেন হৃদয়, শফিক, জুয়েল, নাজিম পারবেজ অন্তু প্রমুখ।