বিজয় বার্তা ২৪ ডট
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশের নামে জনগনের যান চলাচলে বাঁধার সৃষ্টি করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। এতে নারায়ণগঞ্জের জনগন চরম হয়রানীর শিকার হন।
বৃহষ্পতিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশী তল্লাশীর প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ এই সমাবেশে করেন। এসময় তারা পুলিশ পাহারায় প্রেস ক্লাবের সামনের রাস্তা বন্ধ করে অবস্থান নেন। এতে প্রায়ই ঘন্টা খানেক যান চলাচলে বাঁধাগ্রস্থ্য হয়। প্রচন্ড গরম উপেক্ষা করে সাধারণ মানুষ কর্মস্থলে যান। একদিকে এই তীব্র গরম অন্যদিকে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশের কারনে তীব্র যানজট। অনেকটা কষ্ট পোহাতে হয় সাধারণ জনগনকে। বিএনপির গনতন্ত্র উদ্ধারের নামে জনগনকে হয়রানী এটি তাদের কোন ধরনের রাজনীতি এমনটিই জানালেন রিক্সার যাত্রী গার্মেন্টস কর্মকর্তা মনির হোসেন।
তিনি আরো জানান, আমরা প্রচন্ড গরম উপেক্ষা করে আমাদের কর্মস্থলে যাই । তাদের কারনে সৃষ্ট যানজটে আমরা সময় মত কর্মস্থলে পৌছাতে পারছিনা। বিএনপির নেতৃবৃন্দ তাদের নেত্রীর কার্যালয় তল্লাশীর নামে এ কেমন প্রতিবাদ করছেন। তারা কি দেশের জনগনের রাজনীতি করেন নাকি ফটোশেসনের রাজনীতি করেন। জনগনকে সমস্যার সৃষ্টি করে কেউ কোন দিন ক্ষমতায় আসতে পারবেনা।
এদিকে জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের অনেককেই এই প্রতিবাদ সমাবেশে অনুপস্থিত থাকতে দেখা যায়। শুধুমাত্র কাজী মনির বলয়ের নেতাকর্মীদের সমাবেশ স্থলে দেখা গেছে।
এসময় জেলা বিএনপির সভাপতি কাজী মনিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর, পান্না মোল্লা, রুহুল আমিন শিকদার, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।