বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, জনগনই আমার শক্তি। জনগনের উন্নয়ননে কাজ করেছি। জনগনই ২২ ডিসেম্বর নৌকার পক্ষে রায় দিবে।
নাসিক নির্বাচন উপলক্ষে ১৪ দলের শরিকদল ন্যাশনাল আওয়ামী পার্টির নারায়ণগঞ্জ শাখার নেতৃবৃন্দের উদ্যোগে বুধবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাপের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি এড. নুরুল কবির আহমেদ এর সভাপতিত্বে সংগঠনের জেলার সভাপতি এড. এম এ ওহাব, মহানগরের সাধারণ সম্পাদক এবি সিদ্দিকী, জেলার সহ সভাপতি অজয় মোদক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংসু সাহা, কাশেম জামাল, শাহজাহান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি সত্য বলতে শিখেছি সর্বদা সত্য বলে যাবো। ক্ষমতায় থাকালীন ৭০ ভাগ কাজ করতে সক্ষম হয়েছি। নির্বাচনে জয়ী হলে বাকি কাজ শেষ করবো। দলমতের উর্ধে সবাইকে সাথে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করেছি। তাই নারায়ণগঞ্জে মানুষ দলমতের উর্ধে আমার পক্ষে রায় দিবে আমি আশাবাদী।
এসময় ন্যাপের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আইভীর পক্ষে কাল থেকে নির্বাচনী প্রচারনায় মাঠে নামবেন বলে ঘোষনা দেন। নাসিকের ২৭ টি ওয়ার্ডে কমিটি গঠন করে তারা নৌকার পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ্রগহন করবেন বলে জানান।