মানিকগঞ্জ,বিজয় বার্তা ২৪
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক রাজনীতির কারণেই তৃণমূলে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এ কারণেই ইউপি নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে।
শুক্রবার দুপুরে মানিকগঞ্জ শহরে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রথম দফা ইউপি নির্বাচনে সহিংসতায় হতাহতের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ঘটনার তদন্ত চলছে, জড়িত কাউকেও ছাড় দেওয়া হবে না। এখান থেকে অভিজ্ঞতা নিয়ে পরবর্তী নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনয়ীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া ঢাকা-আরিচাসহ আরো চারটি মহাসড়ককে ফোরলেনে উন্নীত করা হবে বলে জানান ওবায়দুল কাদের।