বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু বলেছেন, জঙ্গী কাদের সৃষ্টি সেটা এই বাংলার জনগণ জেনে গেছে। জঙ্গী-জামায়াত এক সূত্রে গাঁথা। জামায়াতই জঙ্গীর বেশ ধরে তাদের প্রতি সন্দেহ দূর করার ভিন্ন কৌশল অবলম্বন করছে।
শনিবার সকাল ১১টায় বন্দরের স্বনামধন্য বিদ্যাপীঠ লক্ষণখোলা আলহাজ্ব ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় কর্তৃক জঙ্গী হামলা ও সন্ত্রাস বিরোধী মানববন্ধনপূর্বক সমাবেশে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিপু আরো বলেন,দেশকে অকার্যকর করার হীণচেষ্টায় জঙ্গী-জামায়াত যতই অপচেষ্টা করুকনা কেনো বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে অত্যন্ত সহজভাবেই এসব অপচেষ্টা চিরতরে দূর করা হবে। দেশরতœ শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষন আমরা তাঁর নির্দেশে জঙ্গী-জমাতের নাম নিশানা মুছে দিব। বন্দর থানা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ নূর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান রিয়াদ। এ সময় অন্যান্যের মধ্যে অংশ নেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫,২৬ ও ২৭নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শাহী ইফাত জাহান মায়া,আলহাজ্ব ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আবদুল হালিম সরকার,ম্যানেজিং কমিটির কর্মকর্তা মোঃ শফিউদ্দিন,মোঃ নাজিমউদ্দিন,মোঃ আক্তার হোসেন,বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান,সমাজ সেবক মোঃ আয়নাল হক,দৈনিক আজকের আশা’র ভারপ্রাপ্ত সম্পাদক শ্যামল কুমার দাশ,সৈয়দ আহাম্মদ,মোঃ বকুল সাউদ,মোহাম্মদ হাসান,মোঃ শাহাদাত হোসেন,থানা ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম,২০ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাসিবুল হক জিসান,টিটু সাউদ,আওয়ামীলীগ নেতা কেরামত আলী,মোঃ মোতালেব,আনোয়ার হোসেন,মোঃ রাজু প্রমুখ।