বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বড় বড় বিদেশী শকুনের চোখ আমাদের দেশের দিকে তাকিয়ে আছে। শকুনরা থাবা দেয়া শুরু করেছে। বাংলাদেশের রোহিঙ্গাদের অনুপ্রবেশ এমনিতেই ঘটে নাই। আন্তর্জাতিক একটি গোয়েন্দা সংস্থা খুব প্লান করে রোহিঙ্গাদের ঢুকিয়েছে জঙ্গীবাদ সৃষ্টির জন্য।
তিনি বলেন, আগামী এক বছর বাংলাদেশে খুব খারাপ সময় আসছে। আগামী এক বছর পরে সিদ্ধান্ত হবে বাংলাদেশ কোন দিকে যাবে। সিরিয়া, ইরাক, ইয়েমেন বা তালেবানী রাষ্ট্রের দিকে, না কি সিঙ্গাপুর, মালয়েশিয়া, অষ্ট্রেলিয়া বা ইউরোপের মতো রাষ্ট্রের দিকে।আমি চাই স্বাধীনতার পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকুন। মুক্তিযুদ্ধের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে আওয়ামীলীগ করতে হয় না।
তিনি বলেন, দেশী বিদেশী শকুনরা ষড়যন্ত্র শুরু করেছে। এ ষড়যন্ত্রকারীরা ৭৫ এর ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিল। সেদিন সেই ছোট্ট রাসেলকেও তারা রেহাই দেয়নি। এ থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। বিদেশী শকুনদের চোখ এ দেশের উপর পরেছে উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারদের ঠাই নাই। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি জেগে উঠুক আরেকবার।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে নাসিক ৬নং ওয়ার্ডের গোদনাইল বার্মাশীল এলাকায় সফুরা খাতুন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে থানা কমিটির উদ্যোগে ডিগবল টুর্নামেন্ট-২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি জহিরুল ইসলাম রিফাতের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব কেএম শহিদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান হ্যালো, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সহ-সভাপতি হাজী রিয়াজ উদ্দিন রেনু, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সভাপতি, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আলহাজ্ব মতিউর রহমান মতি, থানা বিএনপির আহ্বায়ক সফর আলী ভুঁইয়া ও আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন প্রধান প্রমূখ।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতি যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, তিনি যদি আবার ক্ষমতায় আসেন তাহলে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি অষ্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাবে। জিডিপিতে ইন্ডিয়া, চীন আমাদের থেকে অনেক কম।
যদি শেখ হাসিনা আগামীবার ক্ষমতায় আসে তবে সিঙ্গাপুর, অষ্ট্রেলিয়া, মালয়েশিয়া বা ইউরোপ হবে এ দেশ। পক্ষান্তরে যদি স্বাধীনতার বিরোধী শক্তি আবার ক্ষমতায় আসে, তবে আবার জাহাজ ভরে এদেশে অস্ত্র আসবে। স্বাধীনতার পক্ষের শক্তিকে হত্যা করবে। এদেশ হয়ে যাবে আফগানিস্তানের মতো। সিদ্ধান্ত আপনাদের নিতে
হবে। আপনার কি চান?
এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক বাবু কালীপদ মল্লিক,সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, প্রচার সম্পাদক তাজিম বাবু, নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান ও ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, থানা আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান বদু, শাহ আলম, হোসেন সর্দার, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি আব্দুস সামাদ বেপারী, থানা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন মেহেদী।
পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্টে বিজয়ী নবীন কিশোর স্পোর্টিং ক্লাবের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন।